জুড়ীতে ঝুঁকিপূর্ণ ব্রিজে দিয়ে যাতায়াত, দুর্ঘটনার আশংকা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৩:০২:২১ অপরাহ্ন
আব্দুর রব, বড়লেখা থেকে ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া গ্রামের এলজিইডি রাস্তার শিলুয়া ব্রিজটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যে কোন সময় এটি ভেঙ্গে পড়ে বড়ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর অভিযোগ উপজেলার এমনও স্থান রয়েছে, যেখানে রাস্তা নেই অথচ ব্রিজ নির্মাণ করে রাখা হয়েছে। কিন্তু জনগুরুত্ব এ রাস্তার ব্রিজ ধসে পড়ার উপক্রম হলেও তা নির্মাণের নেই কোন উদ্যোগ।
জানা গেছে, জুড়ী উপজেলা সদর হতে গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া গ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম এলজিইডি রাস্তা। এ রাস্তায় প্রতিদিন কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। চলাচল করে হালকা ও ভারী যানবাহন। এছাড়া বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্যদের জন্যও রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এ রাস্তার শিলুয়া ব্রিজটির দু’পাশের মাটি অনেক আগেই ধসে পড়েছে। ব্রিজের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। বিধ্বস্ত ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচল করায় যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেন, স্বাধীনতার পরবর্তী সময়ে গোয়ালবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নতুন নতুন ব্রিজ নির্মাণ হলেও শিলুয়া গ্রামের ওই ব্রিজটি এখনো পুণঃনির্মাণ করা হয়নি। এই ব্রিজটি দিয়ে যেমন এলাকার লোকজন যাতায়াত করেন তেমনি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র জন্যও ব্রিজটি অত্যন্ত গুরুতপূর্ণ। ব্রীজের কারণে সীমান্তে বিজিবি’র ভারী যানবাহন চলাচল করতে পারছে না।
ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করেন, পার্শবর্তী মাগুরার হান্নান মিয়ার বাড়ির নিকট সোহাগী ছড়ায় রাস্তা নেই অথচ ব্রিজ নির্মাণ করে রেখেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অথচ দীর্ঘদিন ধরে শিলুয়া ব্রিজ দিয়ে লোকজন ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও সে দিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
এ ব্যাপারে গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন জানান, শিলুয়া গ্রামের পুরনো ঝুঁকিপুর্ণ ব্রিজটি ভেঙ্গে নতুন করে ব্রিজ নির্মাণের জন্য তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট আবেদন করেছেন।