বড়লেখায় মায়া বেগম নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ২:৫৯:০৫ অপরাহ্ন
বড়লেখায় যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রহমান নিজস্ব অর্থায়নে তার মরহুম স্ত্রীর নামে ৪১ লক্ষ টাকা ব্যয়ে উত্তর সুজানগরে মায়া বেগম নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন। গত বৃহস্পতিবার এ মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ মাদ্রাসা ভবনের উদ্বোধন ও শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ করেন।
সমাজসেবক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম আমিজগঞ্জ মাদ্রাসার মোহতামিম মাওলানা বদর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা নারী শিক্ষা একাডেমি কলেজের প্রভাষক মানবাধিকার কর্মী মো. রফিক উদ্দিন, মাদ্রাসার দাতা সদস্য দুবাই ইসলামি সমাজকল্যাণ পরিষদের অর্থ সম্পাদক আব্দুল মালিক, মাওলানা মাছুম আহমদ প্রমুখ।