তপোবন যুব ফোরামের আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৮:৩৬:১৯ অপরাহ্ন
সামাজিক সংগঠন তপোবন যুব ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১২ জুলাই শুক্রবার বাদ জুম’আ তপোবন জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের সকল সদস্য, উপদেষ্টা ও সকলের মতামতের ভিত্তিতে এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি আ. ন. ম. ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে সভায় সৈয়দ মনসুর আলীকে আহবায়ক এবং মাজিদুর রহমান মাছুমকে যুগ্ম সদস্য সচিব হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।
ফোরামের উপদেষ্টা পরিষদবৃন্দরা হলেন, আ. ন. ম. ওহিদ কনা মিয়া, সাংবাদিক মুহিত চৌধুরী, আনোয়ার খান, ড. মো. শাহ আলম, হাফিজ মাও. মুফতি নোমান সাদী, ডা. এস. এস. আই. এইচ. জালালী, মো. সামছুল হক, হাজী মাহমুদুল হোসেন সেজু, মো. মকবুল হোসেন, মো. সবুজ মিয়া, মো. রাসেল আহমদ ও আহবায়ক কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক সৈদয় মনসুর আলী, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মো. সমর রেজা সমর, যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মো. মাজিদুর রহমান (মাছুম), সদস্য জি. এম. আলীম চৌধুরী, মো. রিয়াজুল ইসলাম সোহেল, জুবায়ের আহমেদ, আবু জাবের, মো. মাহবুব আলম, মিফরাত হোসেন চাহাত। বিজ্ঞপ্তি