সিলামে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৮:৪০:০০ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি ::
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে বাড়ির পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছেন মোগলাবাজার থানা পুলিশ। জানা যায়, গতকাল সকাল সাড়ে ৭টায় গোয়াল গাঁও গ্রামের মরহুম আব্দুন নুর এর বাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখা যায়। পার্শ্ববর্তী লোকজন লাশ ভাসতে দেখে মোগলাবাজার থানা পুলিশকে খবর দেন। পুকুর থেকে লাশ তুলে দেখা যায় লাশটি মরহুম আব্দুর নুর এর পুত্র মোঃ কামরান আহমদ (২৬)। সে পেশায় একজন রং মিস্ত্রী । লাশটি উদ্ধার করে মোগলাবাজার থানা পুলিশ পোস্টমর্টেম এর জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়।
পারিবারিক সুত্রে জানা যায় গত বুধবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া দাওয়া শেষে ঘর থেকে বের হয়ে যায়। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া নি। তারা বলেছেন কেউ পরিকল্পিত ভাবে কামরানকে খুন করে লাশ বাড়ির পুকুরে ফেলে যায়। স্থানীয় ওয়ার্ড মেম্বার কয়েছ আহমদ মোগলাবাজার পুলিশকে নিখোঁজের বিষয়টি অবগত করেন। এ ব্যাপারে ২ নং ওয়ার্ড মেম্বার কয়েছ আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কামরান আহমদ নিখোঁজ হওয়ায় পর জিডি করা হয়নি, তবে মোগলাবাজার থানা পুলিশকে অবগত করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মোগলাবাজার থানায় কোন মামলা হয়নি।
এদিকে, একই এলাকায় খালেদ নামের এক যুবকের অপহরণের ঘটনার একদিনের মাথায় পুকুর পাড়ে যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ব্যাপারে মোগলাবাজার থানা লাশটি উদ্ধার করে। আজ শনিবার নিহত কামরানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।