রোটারী ক্লাব সিলেট মহানগরের সভায় ৩টি প্রকল্প উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৯:৩২:২১ অপরাহ্ন
রোটারী ক্লাব সিলেট মহানগরের ২০১৯-২০ সালের প্রথম সভা গতকাল ১১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত
হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী পিডিজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রোটারিয়ান এসি. গভর্নর হানিফ মোহাম্মদ। রোটারিয়ান সৈয়দ মোস্তফা আহমেদ এর সভাপতিত্বে সভায় ৩টি প্রকল্প উদ্বোধন করা হয়।
প্রকল্পগুলো হলো, ৬ জন অসহায় দরিদ্র শিক্ষার্থীদের এক বছরের পড়াশোনার সম্পূর্ণ খচর বহন, বয়বৃদ্ধদের সহায়তা ফান্ড, নতুন
রোটার্যাক্ট ক্লাব গঠন।
সভায় উপস্থিত ছিলেন ক্লাব এডভাইজার রোটারিয়ান সৈয়দ আশরাফ, ক্লাব ট্রেইনার রোটারিয়ান জাকারিয়া ইফতেখার শামীম, চাটার্ড
প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর সালেহ আহমদ, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান কৌশিক চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সুফিয়ান,
ডাইরেক্টর ইন্টারন্যশনাল সার্ভিস রোটারিয়ান শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী, রোটারিয়ান পিপি মুহিবুর রহমান ইমন, রোটারিয়ান
রোকশানা পারভীন, রোটারিয়ান খায়রুন্নাহার চৌধুরী, রোটারিয়ান রওশনারা মেহেদী, রোটারিয়ান জামাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি