কোম্পানীগঞ্জে পাইপগান সহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৯:৩৫:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বশর মিয়া নামে একজনকে একটি দেশিয় পাইপগান সহ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল জালিয়ার পাড়ের তার বাড়ি থেকে তাকে আটক করে। আটক বশর কোম্পানীগঞ্জ উপজেলা শাহ্আরেফিন টিলার শীর্ষ সন্ত্রাসী এবং হত্যাসহ ২০টি মামলার আসামী বলে জানিয়েছে র্যাব।
তারা জানায়, আটক বশরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, হত্যা, চাঁদাবাজি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ, জীব বৈচিত্র্য পরিবেশ বিরোধী বিভিন্ন অপকর্মের প্রায় ২০টি মামলা চলমান রয়েছে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।