২ কোটি ১৪ লাখ যাত্রী দুবাইয়ের ভূমি, সমুদ্র ও বিমানপথ ব্যবহার করেছেন গত ৬ মাসে
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ১২:৩৫:৩৬ অপরাহ্ন
চলতি বছরের ৬ মাসে দুবাইয়ের ভূমি, সমুদ্র ও বিমানপথে ২ কোটি ১৪ লক্ষ যাত্রীর আগমন ও নির্গমন ঘটেছে। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সী এন্ড ফরেন অ্যাফেয়ার্স জিডিআরএফএ গত সোমবার এ তথ্য প্রদান করেছে। জানা গেছে, দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরের ১২২টি স্মার্টগেট ব্যবহার করেছেন ৫৭ লাখ ভ্রমণকারী, যখন জিডিআরএফএ চলতি সনের ১ জানুয়ারী থেকে ৩০ জুন পর্যন্ত ৯৫ লাখ এন্ট্রি প্রোসেস করেছে।
সর্বশেষ পরিসংখ্যান দেখা গেছে, আমিরাতের বিমানবন্দর গুলো ব্যবহার করেছেন আড়াই কোটি যাত্রী। প্রায় ১৮ লাখ যাত্রী ব্যবহার করেছেন ল্যান্ডপোর্ট বা স্থলবন্দরগুলো। সাড়ে ৫ লক্ষাধিক যাত্রী বা ভ্রমণকারী ব্যবহার করেছেন সমুদ্র বন্দরগুলো। দুবাই বিমানবন্দরের ১২২টি স্মার্টগেট ব্যবহারের ফলে যানবাহনের ভিড় হ্রাস পেয়েছে। ইতোমধ্যে জিডিআরএফএ- দুবাই চলতি সনের প্রথম অধিকাংশে ২১ লাখ রেসিডেন্সী পারমিট ও ৭৪ লাখ এন্ট্রি পারমিট ইস্যু ও নবায়ন করেছে।
অনুবাদ : নিজাম উদ্দীন সালেহ
সূত্র : গালফ্ নিউজ