উস্তার বাহিনীর কবল থেকে সিটি হার্ট মার্কেটের ব্যবসায়ীদের রক্ষার দাবি
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ১২:৫৪:৫৮ অপরাহ্ন
সিলেট নগরীর বন্দরবাজার সিটি হার্ট মার্কেটের একাংশের মালিক উস্তার আলী বাহিনীর কবল থেকে রক্ষার দাবি জানিয়েছেন মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা। একই সাথে তাদের সার্বিক নিরাপত্তা দিনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা আটক হানিফুর রহমান দুলাল, মার্কেটের সাবেক কেয়ারটেকার রায়হান আহমদ, মার্কেটের মালিক আতাউর রহমানের সহকারী আলীর মুক্তিরও দাবি জানানো হয়েছে। শনিবার সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলা হয়, সিটি হার্ট শপিং সেন্টার মার্কেটের একাংশের মালিক উস্তার আলী। তিনি ৭৩ মোহিনী লামাপাড়ার বাসিন্দা মৃত জহুর উদ্দিনের ছেলে। তিনি তার আধিপত্য বিস্তার করে মার্কেটের সামনে অবৈধ ভাসমান দোকান বসানোসহ মার্কেটের সিঁিড়তে পানের দোকান বসিয়ে মার্কেটের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে আসছেন। ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।
তারা দাবি করেন, উস্তার মিয়া ও তার লোকজনের যোগসাজসে গত ৯ জুলাই রাত ১ টার দিকে ডিবি পুলিশ মার্কেটের রেস্টুরেন্ট ব্যবসায়ী হানিফুর রহমান দুলাল, মার্কেটের সাবেক কেয়ারটেকার রায়হান আহমদ, মার্কেটের মালিক আতাউর রহমানের সহকারী আলীকে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করে। পরে ১৬৪ ধারায় আসামী দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, উস্তার মিয়া প্রায় প্রতিদিন মার্কেটের সামনে ভাসমান দোকান থেকে ২ থেকে ৩ হাজার টাকা উত্তোলন করে মার্কেটের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন। মার্কেটের কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা তাদের বকেয়া প্রায় ১০ হাজার টাকা উস্তার আলীর কাছে পাওনা হলেও তিনি তাদের টাকা পরিশোধ না করে টালবাহানা করে আসছেন। এমনকি উল্টো তাদের টাকা না দিয়ে হুমকি প্রদর্শন করে থাকেন। উস্তার মিয়ার কাছে মার্কেটের সুইপার বিকাশ ৪ মাসের বকেয়া বেতন ১০ হাজার টাকা পায়। উস্তার মিয়ার এসব অপকর্মের প্রতিবাদ করলে তিনি মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ফাইজা টেল(১) এর পরিচালক এজাজ আহমেদকে ১০ জুলাই বিকাল ৪ টায় পুলিশ দিয়ে গ্রেফতার করানোর হুমকি প্রদানসহ মার্কেটে তা প্রচার করেন বলে অভিযোগ উঠে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, উস্তার মিয়ার অত্যাচার ও হুমকি অব্যাহত রয়েছে। তিনি তার নিজস্ব লোক পান দোকানী রফিক মিয়াকে দিয়ে মার্কেটের সত্ব্যাধিকারী আতাউর রহমানের ছোট ছেলে এহসানুর রহমান ও মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ফাইজা টেল (১) এর পরিচালক এজাজ আহমেদের বিরুদ্ধে মিথ্যা সাজানো সাধারণ ডায়েরীসহ পুলিশ কমিশনার বরাবর মিথ্যা তথ্য দিয়ে দরখাস্ত করলে পুলিশ তদন্ত করতে এসে ঘটনার সত্যতা না পেয়ে ফিরে যান। যাওয়ার সময় উস্তার আলী ও তার লোকদের এরকম মিথ্যা অভিযোগ প্রদান না করার জন্য শাসিয়ে যান। ব্যবসায়ীরা ইতিপূর্বে এসব বিষয়ে পুলিশ কমিশনার, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিটি হার্ট মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সম্রাট মিয়া, সাধারণ সম্পাদক এজাজ আহমদ, সহ সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ নুর, প্রচার সম্পাদক মো. মোস্তফা, দপ্তর সম্পাদক ছাব্বির আহমদ, অর্থ সম্পাদক শেরদিল আহমদ, সদস্য রুবেল আহমদ, আক্তার হোসেন সায়মন, রিপন মিয়া, পাজন খান, এলওয়ান আহমদ, সুব্রত ভট্রাচার্য্য, সৈয়দ মিলু, শেখ লায়েক আহমদ, তানভীর আহমদ, সাগর, মখলিছ, রায়হান, সাহেদ, শাহীন প্রমুখ। বিজ্ঞপ্তি