র্যাব ও পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ২ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ১:২৯:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
পৃথক অভিযানে আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও বালাগঞ্জ থানা পুলিশ। নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে র্যাব একজনকে ও বালাগঞ্জের দেওয়ানবাজার থেকে একাধিক মামলায় পরোয়ানাভূক্ত অপর আসামীকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, সিলেটের বালাগঞ্জ থেকে ১৬ মামলার আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের তালতলা গ্রামে অভিযান চালিয়ে তোফায়েল আহমদ (৩৬) কে গ্রেফতার করা হয়।
বালাগঞ্জ থানার উপ-পরিদর্শক জিতেন্দ্র বৈষ্ণব নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে পুলিশ। তোফায়েলের বিরুদ্ধে ১৬টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এরমধ্যে ৬টি মামলায় ৮ বছর ৯ মাস সাজা ও ৬৩ লক্ষ ২ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অপর দশটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান খান।
অপরদিকে নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শুক্রবার রাত সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে অভিযান চালিয়ে বিলাল (৩৫) কে গ্রেফতার করা হয়। ধৃতব্যক্তি জালালাবাদ থানাধীন নন্দীর গাও গ্রামের বশর মিয়ার পুত্র। গ্রেফতারকৃত আসামীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।