শাবি’র ‘টিম অলীক’- কে মার্কিন ভিসা প্রত্যাখ্যান!
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ১:৪৫:৩৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলীক’ বিশ্বের প্রায় দেড় হাজার টিমকে হারিয়ে ‘বেস্ট ইউজ অব ডাটা’ ক্যাটাগরীতে প্রথম স্থান অধিকার করলেও তাদেরকে যুক্তরাষ্ট্রের ‘নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ’ অনুষ্ঠানে যাওয়ার ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে তারা যুক্তরাষ্ট্রে ফ্যালকন-৯ স্পেস শাটল উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দিতে পারবে না।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, তারা নন ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে সদ্য আরোপিত শর্তের দরুন বিজয়ী টিমের ভিসা প্রত্যাখ্যান করেছে। শর্ত হচ্ছে, এখন থেকে কেউ নন-ইমিগ্র্যান্ট ভ্রমণ ভিসা পেতে হলে তাকে কমপক্ষে ৪টি দেশ ভ্রমণ করতে হবে এবং বার্ষিক আয় কমপক্ষে ৩ হাজার ডলার হতে হবে। এদিকে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ‘টিম অলীক’ ছাড়াই ঢাকা ত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডী স্পেস সেন্টার- এর অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য।