খেলাধুলা মানসিক চিন্তার বিকাশ করে —আবু জাহির এমপি
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ২:০৭:১৬ অপরাহ্ন
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি কোমলমতি শিশু- কিশোরদের জন্য প্রয়োজন খেলাধুলায় অংশগ্রহণ করা। এর ফলে শিশু কিশোরদের মনে দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়। পড়াশোনার পাশাপাশি শিশু কিশোররা যদি পর্যাপ্ত খেলাধুলা করে তাহলে প্রত্যেকের মানসিক চিন্তার বিকাশ সাধন হবে। শিশুকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নিছা মুজিব গোল্ডকাপের হবিগঞ্জ সদর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হাসান রুবেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ প্রমুখ।
জেলা শিক্ষা কর্মকর্তা জানান, এই টুর্নামেন্টে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ টি দল অংশ নিয়েছে। এদের মধ্যে চ্যাম্পিয়ন দুটি দল জেলা পর্যায়ে অংশ নিবে। পরবর্তীতে সেখান থেকে বিজয়ীরা খেলবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে।