কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ২:১৯:২৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ করা হয়। শনিবার দুপুরে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিমুলতলা আশ্রয়ণ প্রকল্পের দুইশত পরিবারের মধ্যে পাঁচ কেজি চাল, বিশুদ্ধ পানিসহ শুকনো খাবার বিতরণ করা হয়। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. আবুল কালাম জেলা প্রশাসনের পক্ষে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, প্রকল্প অফিসার বিদ্যুৎ কান্তি দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী রতন লাল সাহা, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক গোলাম রহমান, সাইফুর রহমান কলেজের প্রভাষক আমজদ আলী, ইউপি সদস্য নাজমা খাতুন ও আব্দুর রউফ প্রমুখ।