বাদ আসর শাহী ঈদগায় আফম কামালের জানাযা
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ১২:১৩:৪৭ অপরাহ্ন
সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান এড. আফম কামাল এর নামাযে জানাযা আজ বাদ আসর (সাড়ে ৫টা) সিলেটের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত তাঁর লাশ সিলেট সিটি কর্পোরেশন ভবনে রাখা হবে। বেলা সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত তাঁর লাশ শ্রদ্ধা জানানোর জন্য ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে রাখা হবে। এরপর জানাযার জন্য তাঁর লাশ শাহী ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য সিলেট পৌরসভার দুই বারের চেয়ারম্যান আফম কামাল গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)