রোটারেক্ট ক্লাব অব সিলেট কুশিয়ারার কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ১১:০৩:২৭ অপরাহ্ন
রোটারী ক্লাব অব সিলেট কুশিয়ারার অভিভাবকত্বে রোটারেক্ট ক্লাব অব সিলেট কুশিয়ারার ২০১৯-২০২০ রোটাবর্ষের ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার রোটারি ক্লাব অব সিলেট কুশিয়ারার অস্থায়ী কার্যালয়ে রোটারি ক্লাব অব সিলেট কুশিয়ারার চাটার্ড প্রেসিডেন্ট ও ২০১৯-২০ রোটাবর্ষের এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান আব্দুর রহমান রোটারেক্ট মো. সামাদুল ইসলাম কে সভাপতি ও রোটারেক্ট রাহুল কান্ত দাস কে সেক্রেটারি করে এ কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট সাকের আহমদ, জয়েন্ট সেক্রেটারি কাজী আবুল হাসনাত, ট্রেজারার জাফর ইকবাল, কমিউনিটি ডিরেক্টর জাহিদুর রহমান, ক্লাব সার্ভিস ডিরেক্টর শাহরিয়ার রুবেল হামিদ, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর সুলেমান আহমদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মো. জাকির হোসেন, চিফ সার্জেন্ট উত্তম রায়, সার্জেন্ট ইফতানুর হোসেন, এডিটর নুরুল হক, মেম্বার সেলিম আহমদ বাবুল, মেম্বার রাসেল আহমদ মান্না, মেম্বার লিটন শীল, মেম্বার আলমগীর আখন্দ। বিজ্ঞপ্তি