কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের ঝিঙ্গাবাড়ী শাখা গঠন
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৯, ৫:০৯:২৩ অপরাহ্ন
গত শনিবার বিকালে কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে আয়োজিত এক আলোচনা সভায় কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন শাখা গঠিত হয়েছে। কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি শাবিপ্রবি শিক্ষার্থী আসিফ আযহারের উপস্থিতিত্বে এ শাখা কমিটি গঠন করা হয়।
মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কামরান খানকে সভাপতি ও কানাইঘাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এখলাসুর রহমান মাহিনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি: ফয়সাল আহমেদ (এম.সি. কলেজ), খালেদ তাসনিম (ঝিঙ্গাবাড়ী ফাযিল ডিগ্রি মাদ্রাসা) ও মো. রাহেল আহমদ (কানাইঘাট সরকারি কলেজ); যুগ্ম-সাধারণ সম্পাদক: ইয়াহিয়া আহমেদ কলিম (মদন মোহন কলেজ), সুলতান আহমেদ চৌধুরী (গাছবাড়ী আইডিয়াল কলেজ) ও জাহাঙ্গীর আলম (গাছবাড়ী আইডিয়াল কলেজ); সহ-সাধারণ সম্পাদক: কাওছার আহমদ (বিওইউ) ও মাসুদ আহমদ (রাজশাহী বিশ্ববিদ্যালয়); সাংগঠনিক সম্পাদক: মো. শরফ (কানাইঘাট সরকারি কলেজ); অর্থ সম্পাদক: ইফজাল চৌধুরী (এম.সি. কলেজ); প্রচার সম্পাদক: আব্দুর রহমান (আইএইচটি, সিলেট); দপ্তর সম্পাদক: জাহেদ আহমদ (গাছবাড়ী আইডিয়াল কলেজ); গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক: শাহীন আহমদ (ঝিঙ্গাবাড়ী ফাযিল ডিগ্রি মাদ্রাসা); পাঠাগার সম্পাদক: আব্দুর রহমান (মদন মোহন কলেজ); সাহিত্য সম্পাদক: সুহেল আহমদ (কানাইঘাট সরকারি কলেজ); সাংস্কৃতিক সম্পাদক: মুজিবুর রহমান (গাছবাড়ী আইডিয়াল কলেজ); শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: মো. জুনেদ (মদন মোহন কলেজ); তথ্য ও গবেষণা সম্পাদক: সালমান খান (জালালাবাদ কলেজ); তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আব্দুর রহিম (ঝিঙ্গাবাড়ী ফাযিল ডিগ্রি মাদ্রাসা); স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক: জাবের আহমদ (গাছবাড়ী আইডিয়াল কলেজ); সমাজসেবা সম্পাদক: ইসমাইল উদ্দিন (কানাইঘাট সরকারি কলেজ); কার্যকরী সদস্য: মো. দেলওয়ার হোসাইন (গাছবাড়ী আইডিয়াল কলেজ) ও আব্দুল আজিজ তারেক (এম.সি. কলেজ)। কমিটি গঠন শেষে শিক্ষা-দীক্ষা ও উন্নয়নে পিছিয়ে পড়া কানাইঘাট উপজেলাকে আলোকিত করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নানা পরিকল্পনা ও মতামত তুলে ধরে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তি।