সুনামগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৯, ৫:১২:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি::
সদর উপজেলার সুরমা ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। রবিবার দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০০ পরিবারের মধ্যে শুকনো খাবার প্যাকেট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নুসরাত ফাতিমা, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার ডিলার, সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা মানিক মিয়া, জেলা জাতীয় পার্টির নেতা হাজী হেলাল প্রমুখ। উল্লেখ্য-তিন শতাধিক পরিবারের মধ্যে দশ কেজি করে চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, দুই কেজিন চিড়া, এক কেজি চিনি, এক কেজি লবণ, ৫০০ গ্রাম নুডলস দেয়া হয়।