সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা : বন্যা কবলিত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী প্রেরণের দাবি
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৯, ৬:২৬:৫৭ অপরাহ্ন
সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক আলোচনা সভা গত শুক্রবার বিকেলে নগরীর সুরমা ম্যানশনস্থ সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে সিলেট বিভাগের ৪ টি জেলার অধিকাংশ উপজেলারই নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।
এসব উপজেলার যোগাযোগ ব্যবস্থা অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন। বন্যাকবলিত এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চরম সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। অনেক স্থানে মানুষের বাড়ি ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। এহেন অবস্থা নিরসনে সভায় সিলেট বিভাগের বন্যা কবলিত এলাকায় আশ্রয় কেন্দ্র চালু করে দ্রুত পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ পানি, ঔষধপত্র ও নগদ অর্থ সরবরাহ করার দাবী জানানো হয়।
এছাড়াও হজ্ব যাত্রীদের সুবিধার্থে এছাড়া সিলেট বিভাগের সকল হজ্ব যাত্রীকে ওসমানী বিমান বন্দর থেকে সরাসরি হজ্বে প্রেরণেরও দাবী জানানো হয়।
সিলেট বিভাগের পর্যটন স্পটসমূহে পর্যটকদের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না থাকায় বহু জীবন অকালে ঝরে যাচ্ছে। এহেন অবস্থায় সিলেট বিভাগের সকল প্রধান প্রধান পর্যটন স্পটে পুলিশ বক্স স্থাপন ও প্রয়োজনীয় ডুবুরী রাখার দাবী জানানো হয়। ঈদুল আজহা উপলক্ষে সিলেট বিভাগে প্রবাসীদের আগমন বৃদ্ধির সাথে সাথে প্রবাসীদের নিরাপত্তা ও ঈদকে কেন্দ্র করে অপরাধীদের অপতৎপরতা রোধসহ আইন শৃঙ্খলার উন্নয়নে আরো জোরদার পদক্ষেপ গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেট মহানগর সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, আবেদ আক্তার চৌধুরী, কয়েছ আহমদ সাগর, ওয়াহিদুর রহমান এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট প্রমুখ। বিজ্ঞপ্তি