তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির সম্মেলন ২৬ জুলাই
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৯, ৬:৩০:৩২ অপরাহ্ন
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিলেট জেলা সম্মেলন আগামী ২৬ জুলাই বিকাল ৩ টায় দরগা গেইট সিলেট মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য কানিজ ফাতেমা চৌধুরী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহীন আক্তার সাথী ।
সম্মেলনে কাউন্সিল অধিবেশনে নতুন জেলা কমিটি গঠন করা হবে। এ উপলক্ষে ইতোমধ্যে ৭টি পদে ১৩ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন সংগঠনের উপদেষ্টা মারীয়াম চৌধুরী মাম্মী ও মেয়র পতœী শ্যামা আরিফ ।
সম্মেলন উপলক্ষে সংগঠনের সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য সিলেটেই এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট আয়ার একটি প্রকল্প হিসাবে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) প্রতিষ্ঠা লাভ করে, এখন সংগঠনটি জাতীয় পর্যায়ে কাজ করছে।
সংগঠনের বর্তমানে সারা দেশে ৫২টি জেলায় সাংগঠনিক কাঠামো আছে এবং দেশে নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রথম এই সংগঠন তৃণমূল পর্যায়ে কাজ শুরু করে। বর্তমানে সংগঠনটি আন্তর্জাতিক সংস্থা জেএসএজিডিএফ এর সদস্য।
সংগঠনের প্রথম নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি, সিলেটের সফল নারী উদ্যোক্তা এবং সিলেট ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। সম্মেলন সফল করাতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।-বিজ্ঞপ্তি