কুলাউড়া ব্যবসায়ী সমিতির সম্পাদকের মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৯, ৬:৩১:৩৮ অপরাহ্ন
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি ও কুলাউড়া দক্ষিণ বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ময়নুল ইসলাম শামীম এর মাতা গতকাল শনিবার সকাল ৬:৪৫ মিনিটে নিজ বাড়ী কাদিপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরে ঐদিন রাত ১০-৩০ মিঃ নিজ বাড়ীতে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। তিনি এক বছর যাবৎ ব্রেইন ষ্ট্রোকসহ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
ময়নুল ইসলাম শামীম এর মাতার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতি প্রদান করেছেন মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।