খেলা দেখে ট্রমায় ছিলাম, নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর কৌতুক
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৯, ১১:৩৩:৩৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক :
ক্রিকেটের ইতিহাসে এমন রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর ম্যাচ হয়েছে কিনা তা বলা দুষ্কর। তাইতো ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি স্মৃতি থেকে মুছে যাওয়াই কঠিন। এরমধ্যে ব্রিটেনবাসীর জন্য এটা হয়ে রইলো সুখস্মৃতি। আর নিউজিল্যান্ডের জন্য দুঃসহস্মৃতি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানালেন তিনি না কি ‘ট্রমায়’ চলে গিয়েছিলেন। অবশ্য তার এই ট্রমা বাস্তবের ছিল না। এটা তিনি মজা করে বলেছেন।
বিশ্বকাপ শেষে রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জাসিন্ডা আরডার্ন বলেন, ‘নিউজিল্যান্ডবাসীর অনেকের মত আমিও মানসিকভাবে কষ্ট পেয়েছি। তবে চূড়ান্ত ফলাফলে আমরা পিছিয়ে পড়লেও, কালো ক্যাপধারীদের খেলায় গর্বিত। আমাদের খেলোয়াড়রা অসাধারণ খেলেছে।’