শিশুদের খেলাধুলায় আসতে বারন করলেন নিশাম
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৯, ১১:৪৬:৪৯ অপরাহ্ন
ফাইনালে রোববার বাউন্ডারির হিসাবে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছে নিউজিল্যান্ডের। ভালো খেলেও আইসিসির নিয়মের ঘেরাটোপে হেরে গিয়ে আবেগ ছুঁয়ে গেছে কিউই অলরাউন্ডার জিমি নিশামকে। কিছুটা ক্ষুব্ধও হয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়া টুইটারে নিশাম শিশুদের উদ্দেশে লিখেছেন, শিশুরা তোমরা খেলাধুলায় এসো না। বেকারি অথবা অন্য কিছু করো। ৬০ বছর বয়সে খুশি ও মোটা অবস্থায় মারা যাও।
লর্ডসে সুপার ওভারে ঝড়ো ব্যাট করার পরও ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়ার পর হিশাম লিখেন, এটা আসলেই কষ্টকর। এই খেলার শেষ আধা ঘণ্টার কথা ভুলে যাওয়া কঠিন। ইংল্যান্ডকে অভিনন্দন, তারা যোগ্য।
অবশ্য নিশামের এমন আবেগের বহিঃপ্রকাশ এবারই প্রথম নয়। আগেও তিনি এমন কথাবার্তা ফেসবুকে লিখেছেন।