ইমরান আহমদ পূর্ণ মন্ত্রী হওয়ায় কোম্পানীগঞ্জে আনন্দের বন্যা
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৯, ১১:৫৬:১১ অপরাহ্ন
কোম্পানিগঞ্জ প্রতিনিধি ::
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হওয়ায় কোম্পানীগঞ্জের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।
তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলী আমজদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও ইয়াকুব আলী, সিলেট জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলার ছয় ইউপি চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, বাবুল মিয়া, কুটি মিয়া, আলফু মিয়া, ফরিদ উদ্দিন ও রুকন উদ্দিন।
উপজেলা যুব লীগের আহবায়ক আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, সদস্য রিয়াজুল ইসলাম, সোহেল আহমদ, ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সিনিয়র সহ- সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুকু জ্জামান রানা, যুগ্ম সম্পাদক জিকরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মসস্থান বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।