রোটারি ক্লাব অব সিলেট গ্যালাক্সির শিক্ষাবৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৯, ৬:০৩:৩৮ অপরাহ্ন
রোটারি ক্লাব অব সিলেট গ্যালাক্সির উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে ২ বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের অতিথি সহ রোটারি ক্লাব অব সিলেট গ্যালাক্সির নেতৃবৃন্দ।
রোটারি ক্লাব অব সিলেট গ্যালাক্সির প্রেসিডেন্ট রোটা: মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও রোটা: এডভোকেট হোসাইন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি জেলা ৩২৮২ এর জেলা গভর্ণর লে. কর্নেল (অব:) রোটারিায়ান এম আতাউর রহমান পীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ডিষ্ট্রিক ৩২৮২ এর ফার্স্ট লেডি রোটা: ফিরোজা রহমান, রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮১ এর পিডিজি রোটা: মাগফুর আহমদ, রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর পিডিজি ইঞ্জিনিয়ার রোটা: এম. এ. লতিফ, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮১ এর আইপিডিজি রোটা: এ. এফ. এম. আলমগীর, রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর ডিষ্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট ডা. রোটা: বেলাল উদ্দিন আহমেদ, মেক্সিকো থেকে আগত রোটা: লুজ জিল, ইন্ডিয়া থেকে আগত রোটা: কাঞ্চন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিষ্ট্রিক সেক্রেটারী নিরেশ চন্দ্র দাস, এক্সিকিউটিভ সেক্রেটারী সেলিম খান, ডিষ্ট্রিক ট্রেজারার মিজানুর রহমান মিজান, ডেপুটি গভর্ণর ফয়জল করিম মুন্না, ক্লাবের এসাইন এ্যাসিসটেন্ট গভর্ণর ওয়াদুদ আল মামুন, সাবেক ডিষ্ট্রিক্ট সেক্রেটারী পিপি রোটা: এ. এইচ. এম. ফায়সাল, পিপি রোটা: জিয়াউল হক জিয়া, পিপি রোটা: শামসুল হক দিপ্,ু প্রোগ্রাম চেয়ারম্যানের বক্তব্য রাখেন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটা: সাব্বির আহমদ। বিজ্ঞপ্তি