এরশাদের মৃত্যুতে কাঁদছেন জগন্নাথপুরের মানুষ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৯, ৬:১০:০১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি::
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে কাঁদছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের মানুষ। পার্টির নেতাকর্মী সহ সর্বত্র বইছে শোকের ছায়া।
রোববার এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ জেলা জাপা নেতা ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আছকির খান, উপজেলার মিরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি আলীনুর, আশারকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম আহার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাঃ নুর আলী, জাপা নেতা মাওলানা আইয়ূব আলী, ফারুক মিয়া, উপজেলা যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক মনসুর মিয়া, পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক নাঈম রাজা প্রমূখ। এছাড়া পৃথকভাবে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া।