ধর্মপাশায় কনস্টেবল পদের ১৭ প্রার্থীকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৯, ৬:১১:৪৫ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১৭ জন প্রার্থীকে গতকাল সোমবার দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। ধর্মপাশা থানা পুলিশের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মপাশা থানার এসআই অনির্বান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। ধর্মপাশা থানার এসআই আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক সালেহ আহমদ, সেলিম আহম্মেদ, কনস্টেবল পদে নির্বাচিত প্রার্থীর অভিভাবক প্রণব তালুকদার, নূর উদ্দিন, নির্বাচিত প্রার্থী মুক্তা বেগম, আশীষ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কনস্টেলব পদে নির্বাচিত ১৭জন প্রার্থীর প্রত্যেককে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।