ধর্মপাশায় গর্ভবর্তী মায়েদের জন্য নৌকার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৯, ৬:১৪:১২ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
হাওর এলাকার গর্ভবতী মায়েদের জরুরি প্রসূতি সেবা প্রদান করার লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রাঙ্গণে গতকাল সোমবার দুপুরে ‘মায়ের হাসি’ নামক দ্রুত গতি সম্পন্ন একটি ইঞ্জিন চালিত নৌকার উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন প্রধান অতিথি হিসেবে এই নৌকটির উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সুসেবা নেটওয়ার্ক যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। গত অর্থবছরে এডিপির অর্থায়নে এই নৌকাটি নির্মাণ করা হয়।
উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুর রহিম মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, বেসরকারি সংস্থা কেয়ার জিএসকের উপজেলা ব্যবস্থাপক জসীম উদ্দিন প্রমুখ।