ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৯, ৬:১৫:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর, সেলবরষ, জয়শ্রী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে এক কেজি করে চিড়া, মুড়ি, আধা কেজি চিনি, পাঁচ প্যাকেট ওরস্যালাইন ও দুটি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টা থেকে ওইদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের নেতৃত্বে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর কবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার,সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সেলিনা আক্তার, জুবায়ের পাশা হিমু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবীর,সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান,ধর্মপাশা অবসর প্রাপ্ত সেনা কল্যাণ সমিতির সভাপতি তোঘলক আহমেদ,সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।