জাতীয় মুক্তিমঞ্চের মতবিনিময় আজ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৯, ৬:২৭:৪৪ অপরাহ্ন
জাতির দুরবস্থা দুরীকরণ ও জাতীয় সমস্যা সমাধানের প্রত্যয়ে গঠিত জাতীয় রাজনৈতিক প্লাটফর্ম ‘জাতীয় মুক্তি মঞ্চ’ সিলেটের উদ্যোগে এক মতবিনিময় ও সুধী সভার আয়োজন করা হয়েছে। আজ বিকাল ৩টায় সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং একই স্থানে বিকেল ৫টায় সিলেটের সকল শ্রেণীপেশার মানুষের সাথে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মুক্তি মঞ্চ-এর আহ্বায়ক ও এলডিপির চেয়ারম্যান কর্ণেল ড. অলি আহমদ বীর বিক্রম। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় মুক্তি মঞ্চ-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি