মাধবপুরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৯, ৬:৪১:০২ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাজীরচক গ্রামে গোয়ালঘর থেকে নূরজাহান বেগম (৬০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নূরজাহান ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।