শ্যাম্পেইন উৎসব এড়িয়ে গেলেন মঈন ও আদিল!
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৯, ৬:৫৩:০৭ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন সায়েম ::
মঈন মুনীর আলী এবং আদিল উসমান রশিদ। লর্ডসকে বিশ্বকাপের ইতিহাসের স্মরণীয় ফাইনালের সাক্ষী করে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম দু’জন খেলোয়াড়। ক্রিকেটের জনক হয়েও এর আগে কোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি ইংল্যান্ড। দীর্ঘ এতো বছর পর বিশ্বকাপ ট্রফি হাতে পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড ক্রিকেট দল যখন বিজয় উদযাপন করছিলো, বাধভাঙ্গা উল্লাসে মেতে উঠেছিলো, তখনি ব্যতিক্রম দৃষ্টান্ত দেখালেন এই দুই ক্রিকেটার। স্বাভাবিকভাবেই যেকোনো আনন্দ উৎসবে মদ (শ্যা¤েপইন) ছিটিয়ে আনন্দ উদযাপন করেন ইংলিশরা। এটা তাদের সংস্কৃতির অংশ। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে ফটোসেশনের এক পর্যায়ে যখনই ইংলিশ ক্রিকেটাররা শ্যাম্পেইনের বোতল হাতে নিয়ে ঝাঁকাতে শুরু করলেন, ঠিক তখনি স্টেজ ত্যাগ করেন মঈন ও আদিল। কিছুক্ষণের মধ্যেই সতীর্থরা শ্যাম্পেইন ছিটানো শুরু করেন আর মঈন ও আদিল দূর থেকে তা দেখেন এবং সতীর্থদের অভিবাদন জানান।
জানা যায়, ইংল্যান্ড ক্রিকেট দলের এই দুই মুসলিম ক্রিকেটার যথেষ্ট ধর্মপ্রাণ। গতবছর স্বদেশে ভারতকে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারানোর পরও এমন উদযাপন থেকে নিজেদের বিরত রেখেছিলেন তারা। এর কারণ অনুসন্ধানে জানা যায়, মুসলমান হিসেবে ইসলাম ধর্মে হারাম বস্তু দ্বারা কোনো উদযাপনে শরিক হতে তারা কখনোই ইচ্ছুক নন। তাছাড়া খেলার মাঠে নিজেদের স্বপরিচয়ে উদ্ভাসিত করতেই এমনটি করেছেন তারা। নিজেকে সর্বাবস্থায় মুসলিম হিসেবে পরিচয় দিতে ইসলাম কর্তৃক নিষিদ্ধ বিষয়গুলি নিঃসংকোচে ত্যাগ করে নতুন প্রজন্মের জন্য ব্যতিক্রম দৃষ্টান্ত রেখেছেন পাকিস্তানি বংশদ্ভুত এই দুই ইংলিশ ক্রিকেটার।