গোলাপগঞ্জের ধর্ষণ মামলার প্রধান আসামী আটক
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৯, ৭:১৭:২৫ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি ::
অবশেষে এনজিও কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামী আলাল (২৫)কে পুলিশ আটক করেছে। ঘটনার পর পর উর্ধ্বতন কর্তৃপক্ষের কারণে গোলাপগঞ্জের পুলিশ প্রশাসন ছিল খুবই চাপে। তারা বিগত তিনদিন ধরে একাধিক টিমে বিভক্ত হয়ে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের ধরতে বিরামহীন ভাবে অভিযান চালিয়েছে।
সম্ভাব্য সবগুলো হানা দিয়ে শেষ পর্যন্ত গত ১৫ জুলাই ভোরে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় আলালের খালার বাড়ী অভিযান চালিয়ে তার সন্ধান পাওয়া যায়। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, তিনি ও অফিসার ইনচার্জ (অপারেশন) আবুল কাশেম রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপনে সংবাদ পান চিকনাগুল এলাকায় ঘটনার মূল হোতা আলাল তার খালার বাড়ীতে লুকিয়ে আছে। সেখানে জৈন্তাপুর থানা পুলিশের সহযোগিতা নিয়ে অভিযান শুরু হলে আলাল ধরা পড়ে।
উল্লেখ্য যে, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারস্থ ব্র্যাক অফিসের সহকারী স্থানীয় হিলাল গ্রামের অধিবাসী তাহেরা বেগম (২০), গত ১১ জুলাই অফিসের কাজ শেষে বাড়ী ফেরার জন্য একটি সিএনজি অটোরিক্সায় উঠলে ঐ গাড়ীর চালক তাকে অন্য পথে নিয়ে যায়। এ সময় আলাল সিএনজিতে উঠে অজানা স্থানে নিয়ে তাহেরাকে আটক রেখে ধর্ষণ করে। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় বাউশি গ্রামের আলালকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে মামলা হয়। ঘটনার পর পর আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে গতকাল ভোরে আলাল ধরা পড়ে। আলালকে জিজ্ঞাসাবাদকালে পুলিশ অনেক তথ্য পেয়েছে বলে জানায়।