জামালগঞ্জে বন্যার্তদের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৯, ১:২২:১৪ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি :
জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করা হয়েছে। শুকনো খাবার প্যাকেট (চাল, চিড়া, চিনি, লবন, তেল, নুডুলস, স্যালাইন, মোমবাতি প্রভৃতি ) পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়। রোববার দিনব্যাপী ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ তাহমিদুল ইসলাম, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহধর্মিণী, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, সহকারী কমিশনার মোঃ আল আমিন সরকার ও ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া। এর পূর্বে সকালে জামালগঞ্জ সদর ইউনিয়নে জি-আর চাল ও শুকনা খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল। এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়।