শাল্লায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে এমপি ড. জয়া সেনগুপ্তা
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৯, ১:৪২:৩৩ অপরাহ্ন
শাল্লায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেনগুপ্তা। তিনি সোমবার বিকাল তিন টায় উপজেলার রৌয়া, সীমেরকান্দা, গোবিন্দপুর ও মুক্তাপুর গ্রামের প্রায় শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় তার সাথে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দেব, ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, অ্যাড. দিপু রঞ্জন দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ছাদিকুজ্জামান, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল লেইছ চৌধুরী, সুবল চন্দ্র দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও: মোঃ এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।