নেপালে বন্যা ও ভূমিধস : মৃতের সংখ্যা বেড়ে ৬৭
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ১:২২:৫১ অপরাহ্ন
নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৭তে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিখোঁজ ও ৪০ জন আহত হয়েছে। নেপালের পুলিশ গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। নেপাল পুলিশের বরাত দিয়ে সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত লোকজনের মধ্যে ৪১ জন পুরুষ ও ২৬ জন নারী। পুলিশের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন জেলার অন্তত ১ হাজার ৪৪৫ জন মানুষকে সফলভাবে উদ্ধার করে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক এ দুর্যোগের কারণে প্রায় ৩৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে তেরাই অঞ্চলের মতো নিচু এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের ৭৭টি জেলার মধ্যে ২০টিরও বেশি জেলা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে।