দক্ষিণ আফ্রিকার তারকা ফুটবলার খুন
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ১:২৮:৫১ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলের প্রাক্তন স্ট্রাইকার মার্ক ব্যাচেলর দেশটির সবচেয়ে বড় শহর জোহানেসবার্গে আততায়ীর গুলিতে নিহত হলেন। সোমবার গাড়ী চালিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে একাধিক বার গুলি চালানো হয়। খবর এই সময়ের।
জোহানেসবার্গ পুলিশের মুখপাত্র কর্নেল লুঙ্গেলো লামিনি জানিয়েছেন, মোটরবাইকে সওয়ার হয়ে তার গাড়ী কাছে পৌঁছে যায় দুই দুষ্কৃতী।
এরপর ব্যাচেলরকে নিশানা করে তারা গুলিবৃষ্টি শুরু করে। এতে গাড়ীর ভিতরেই মারা যান প্রাক্তন ফুটবলার। গাড়ী থেকে কিছু চুরি যায়নি বলে জানিয়েছে পুলিশ।