আলীনগরে ত্রাণ বিতরণ করলেন সদরের ইউএনও
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ১:৫৭:১৮ অপরাহ্ন
টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে সিলেট সদর উপজেলার বন্যার্ত মানুষ অসহায় হয়ে পড়ার প্রেক্ষিতে সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের আলীনগরের ২টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করলেন সদর উপজেলার নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ।
১৫ জুলাই সোমবার দুপুরে তিনি গোবিন্দগঞ্জ হয়ে নৌকা যোগে আলীনগরে যান। সেখানে যেসকল ঘর-বাড়ীর মানুষ পানিবন্দী তাদের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন তিনি।
প্রতিটি প্যাকেটে ১৭ কেজি মালামাল রয়েছে। তার মধ্যে চাল ১০ কেজি, মসুরী ডাল ১ কেজি, আয়োডিনযুক্ত লবণ ১ কেজি, চিনি ২ কেজি, চিড়া ২ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, নুডুলস আদা কেজি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সাব এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ, জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার কয়েস আহমদ, ২নং ওয়ার্ডের মেম্বার মজাহিদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি