কুলাউড়া বিএনপির ৩ সদস্যকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ২:০৭:২৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির ৩ সদস্য আশরাফ আলী চৌধুরী,জয়নাল আবেদীন খান ও শেখ শহিদুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। গত সোমবার মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান এর স্বাক্ষরিত এক পত্রে জানানো হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের কারন দর্শানোর নোটিশ প্রদান করা হলে তারা নোটিশ গ্রহন না করায় উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য ইতিপুর্বে কুলাউড়া উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট আবেদ রাজাকে দলীয় শৃংখলা ভঙ্গ করায় তাকে অব্যাহতি দিয়ে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন ভুইয়াকে আহ্বায়ক মনোনীত করা হয়।