ছাতকের বিদায়ী ইউএনও দক্ষতার স্বাক্ষর রেখেছেন —এমপি মুহিবুর রহমান মানিক
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ২:১২:৪৬ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি::
সরকারি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, একটি গুরুত্বপূর্ণ সময়ে আবেদা আফসারী এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেছেন। দু’একজন জনপ্রতিনিধির কারণে তখন উপজেলা পরিষদে একটি বৈরী পরিবেশ বিরাজ করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আবেদা আফসারী নিজ দক্ষতায় তা সামাল দিয়ে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
দক্ষতার সাথে মাত্র ১৪ মাস প্রশাসনিক দায়িত্ব পালন করে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। এরই মধ্যে তিনি একাদশ সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচনসহ একটি ইউনিয়নের উপ-নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি বলেন, ছাতক একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা হওয়ায় এখানে বরাবরই প্রতিভাবান কর্মকর্তাদের পোষ্টিং দেয়া হয়ে থাকে। আর তারা এখানে এসে যোগ্যতার প্রমাণ রেখেই পদোন্নতি নিয়ে অন্যত্র গিয়ে দেশের উন্নয়নে শরীক হচ্ছেন। এমনিভাবে আবেদা আফসারীও এডিসির দায়িত্ব নিয়ে রাঙ্গামাটি যাচ্ছেন। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আবেদা আফসারী। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খাঁন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়, অধ্যক্ষ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আখলাকুর রহমান, সাইফুল ইসলাম প্রমূখ। সংবর্ধনা সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মাসুম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, উন্মূক্ত বিশ্ববিদ্যালয় ছাতক শাখার সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেনসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অফিসার্স ক্লাবের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলের সভাপতিত্বে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীকে সংবর্ধনা দেয়া হয়।