তাহিরপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রতন
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ২:২৮:০৫ অপরাহ্ন
তাহিরপুর সংবাদদাতা::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যার্তদের দেখতে ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সোমবার উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারাপুর বাজার, পাতারগাঁসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এই সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান, আ’লীগ নেতা মিলন তালুকদার, বাবুল মিয়া (প্যানেল চেয়ারম্যান বালিজুরী ইউপি) ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, ছাত্রলীগ নেতা কামরুল হাসান হিরণসহ উপজেলা আ’লীগ, ছাত্রলীগ, বালিজুরী ইউনিয়ন আ,লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে দুপুর ১ টায় তিনি উপজেলা সদরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুখনো খাবারসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।