সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ২:৪৩:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের ২০১৯ সালের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুলাই সোমবার বিকেলে কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আব্দুল বাছিত এর পরিচালনায় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি আশফাক আহমদ।
এ সময় তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্যে যুগোপযোগী প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে। সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের অনেক উন্নয়ন হচ্ছে এবং হবে। এর সুফল ভোগ করবে এই এলাকার জনগণ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাবেক সহ সভাপতি মো. আব্দুল হান্নান, সাবেক সদস্য এস এম তারা মিয়া, সদর উপজেলা স্পোর্টস একাডেমির আহবায়ক মো. ইকবাল আহমদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আনছার আলী, গভর্ণিং বডির সাবেক সদস্য আব্দুল আলীম, ফয়জুর রহমান, ছিদ্দিকুর রহমান, আব্দুল খালিক, সাবেক শিক্ষানুরাগী সদস্য আজিজুর রহমান, এডহক কমিটির সদস্য দিলোয়ার হোসেন, মুরব্বি আবদুন নুর, ইদ্রছ আলী, আব্দুস সালাম, কলেজের প্রভাষক মাহবুবুর রহমান, মুক্তার হোসেন, রিপন চন্দ্র সাহা, তাহমিনা বেগম, সুলতানা জাহান, ইছরাত জাহান রিস্তা, সহকারী শিক্ষক মাও সামছুর রহমান, হাবিবুর রহমান, সেলিম উদ্দিন, নিরঞ্জন চন্দ্র দাস, মঞ্জুরুল ইসলাম, সত্যন মন্ডন, সুমন নন্দী, মিলি রানী দেবী, সাজনা বেগম, হুছনা বেগম। আওয়ামীলীগ নেতা মুক্তার হোসেন, ইয়াং স্টার ক্লাবের সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. উছতার আলী, সদর যুবলীগ নেতা জসিম উদ্দীন, জুনেদ আহমদ, আব্দুস সালাম প্রমুখ।