বড়লেখায় ৩ কিশোর চোর গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ২:৫০:২৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা থানা পুলিশ পৌরশহরের বারইগ্রামের আজমিরা খানমের বাসায় চুরির ঘটনায় সম্পৃক্ত ৩ কিশোর চোরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
জানা গেছে, গত ৮ জুলাই দিনে দুপুরে চোরেরা আজমিরা খানমের বাসায় ঢুকে মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় গৃহকর্তী অজ্ঞাতনামা আসামী করে থানায় চুরির মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাকিব চুরির ঘটনায় প্রাথমিক তদন্তে ৫ কিশোর চোরের সম্পৃক্ত থাকার তথ্য পান। সোমবার দুপুরে থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায় ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাকিব গোপন সংবাদের ভিত্তিতে বারইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে কিশোর চোর ইমন আহমদ (১৩), রাহাত আহমদ (১৫) ও নিঝুম মিয়াকে (১৫) গ্রেফতার করেন।
থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আজমিরা খানমের বাসায় চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।