দক্ষিণ সুরমায় উপজেলা নির্বাহীর চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ৩:৩৯:৩২ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি ::
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিপাতের কারণে সুরমা ও কুশিয়ারার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ সুরমার ৩টি ইউনিয়নের নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম বন্যার পানিতে ডুবে আছে। এতে ইউনিয়ন তিনটির দিনমজুররা বেকার হয়ে পড়েছেন।
দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের হাওর এলাকা ইনাত আলীপুর, মির্জানগর, মানিকপুর, মোগলাবাজার ইউনিয়নের সোনাপুর গ্রাম কুশিয়ারা নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে। মোল্লারগাঁও ইউনিয়নের সুরমা নদীর পারের গ্রামগুলোতে বন্যার পানি প্রবেশ করেছে। বন্যার পানি প্রবেশ করার কারণে এসব এলাকার দিনমজুর লোকজন দুর্ভোগের শিকার হয়েছেন। তাদের দুঃখ-দুর্দশা দূর করতে দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী গতকাল মঙ্গলবার দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বন্যা কবলিত এসব গ্রামের লোকদের মধ্যে জি.আর এর ৫ মেট্রিটন চাল তিনি বিতরণ করেন।
আলাপকালে উপজেলার নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী জানান, বন্যার্তদের পুনর্বাসনে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এরই ধরাবাহিকতায় সিলেট জেলা প্রশাসন সতর্ক রয়েছে। বন্যার পানি আরো বৃদ্ধি পেলে বন্যার্তদের পাশে থাকবে উপজেলা প্রশাসন।