উজান থেকে পানি আসবেই আমাদের কিছু করার নেই—পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ৩:৫৫:৪৮ অপরাহ্ন
বন্যা-কবলিত এলাকায় এমপি ও জেলা প্রশাসকদের প্রতিনিধি দিয়ে কমিটি করে কাজ করানো হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
তিনি বলেন, ‘বর্ষাটা প্রাকৃতিক। পৃথিবীর আবহাওয়াতে একটা পরিবর্তন হচ্ছে। চীন-আমেরিকায় নদী ডুবে গেছে। এটা আবহাওয়াজনিত কারণ, এখানে কিছু করা যাবে না। তবে যতখানি সম্ভব আমাদের এটি ঠেকাতে হবে। ড্রেজিং করে নদীতে নাব্যতা আনলে এটা কমে আসবে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভাটির দেশের মানুষ। উজান থেকে পানি নেমে আসবেই, আমাদের কিছু করার নেই। আমাদের অনেক বড় নদীতে চর পড়ে আছে। বর্ষাকাল আসলে নদী পানি ধারণ করতে পারে না।
এই নদীগুলোতে আমরা ড্রেজিং করব। ‘ডিসিদের প্রতি বিশেষ কোনো নির্দেশনা ছিল কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো সম্পর্কে তাদের অবহিত করেছি। এখন যে বন্যা দেখা দিয়েছে, জেলা প্রশাসকরা তাদের এলাকায় গিয়ে তাদের কার্যক্রম শুরু করবে। আমরা সকলে সম্মিলিতভাবে বন্যাকে মোকাবিলা করব। আমরা বছরের প্রথম থেকেই আগাম বন্যার বিষয়ে নির্দেশনা দিয়েছিলাম। যে সকল এলাকা ঝুঁকিপূর্ণ সেগুলো পরিদর্শন করতে ও সেখানকার সমস্যা চিহ্নিত করার জন্য।’ এ সময় পানিসম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।