হাফিজ কামরুলের মৃত্যুতে বিজলিংক’র শোক
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ৪:২০:১৮ অপরাহ্ন
লন্ডন থেকে সংবাদদাতা :
লন্ডন নর্থাম্পটন উয়েলিংবরাহ কিং ফাহাদ মসজিদ এন্ড ইসলামিক সেন্টার এর সাবেক ইমাম ও খতিব বিজলিংক গ্রুপের অন্যতম পরিচালক হাফিজ কামরুল ইসলামের ইন্তেকালে বিজলিংক গ্রুপের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও ব্যবস্থাপনা পরিচালক ড. নুরুল ইসলাম বাবুল এক শোকবার্তায় মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমের মাগফেরাত কামনা করেন।
গত ১৫ জুলাই সকালে সৌদিআরবে মক্কা শহরের আন নূর হাসপাতালে হাফিজ কামরুল ইসলাম ইন্তেকাল করেন। লন্ডন প্রবাসী হাফিজ কামরুল ইসলাম গত তিন বছর থেকে মক্কায় অবস্থান করে ব্যবসা করছিলেন। সপ্তাহ খানিক আগে তার ব্রেইন টিউমার ধরা পড়ে এবং তাৎক্ষণিক অপারেশন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।