হত্যা ধর্ষণের প্রতিবাদে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ৪:২৬:৩৩ অপরাহ্ন
‘আর নয় ধর্ষণ, আর নয় হত্যা, ধর্ষকের প্রকাশ্যে বিচার চাই, চাই আইনের যথাযথ প্রয়োগ’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অঙ্গীকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মিল্টন আহমেদের সভাপতিত্বে ও মাহিদুল তন্ময় ও শ্রাবন্তী কুরীর যৌথ উপস্থাপনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অঙ্গীকার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সেক্রেটারী আজিজুল হক, চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী আলী আওসাফ, ৫ম বর্ষের সাইফুল ইসলাম, ইসফাক জাবেদ, ফাজ্জুল কবীর, শোয়েব হাসান, ৩য় বর্ষের রাইসুল করিম, তন্বী খান, কাবেরী বৃষ্টি, নিশাত যাইয়ারা শিমলীন, আফসানা আক্তার, সুবর্ণা, ২য় বর্ষের আসিফ নুর, মাহদী, পিয়াস, সোনিয়া, মারদিয়া, সুমন, সৌমিক, রিশাদ, কানিজ, তামিম, জিতু, পান্না, শ্রাবণী ছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি