চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ৫:১১:৫৭ অপরাহ্ন
চুনারুঘাট সংবাদদাতা ::
হবিগঞ্জের চুনারুঘাটে বেপরোয়া মোটরসাইকেল দূর্ঘটনায় আরতি পাল নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছে। নিহতের বয়স ৬৫ বছর। গতকাল মঙ্গলবার পৌরশহরের বাল্লা রোডের পাল বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত আরতি পাল মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের বুল্লা গ্রামের অখিল পালের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া, আরতি পাল ওনার মেয়ের বাড়ি চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামে বেড়াতে আসেন। তিনি মেয়ের বাড়ি থেকে হাতুন্ডা বাসুদেব বাড়িতে যেতে চেয়েছিলেন। হঠাৎ একটি বেপরোয়া মোটরসাইকেল দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।