বিদেশী সিগারেটসহ র্যাবের হাতে আটক ১
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ৪:৩৬:৫৩ অপরাহ্ন
গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কানাইঘাট থেকে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ এক চোরাচালানকারীকে আটক করেছে র্যাব-৯। সোমবার বিকাল সাড়ে ৩ টায় র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে রাজাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ভারতীয় সিগারেটসহ ছালেহ আহমেদ (৩৫) কে আটক করে র্যাব। সে কানাইঘাট উপজেলার মইনা গ্রামের মৃত ক্বারী আব্দুল করিমের ছেলে।
এসময় তার কাছ থেকে আমদানী নিষিদ্ধ ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ পিস সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামীকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।