সাপ্তাহিক সোনার সিলেটের কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ৯:৫২:৩৫ অপরাহ্ন
গোলাপগঞ্জে সাপ্তাহিক সোনার সিলেট পত্রিকা প্রকাশনার ১৭ বছর পূর্তি ও ১৮ তম বর্ষে পদার্পন ও পত্রিকার প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গত মঙ্গলবার গোলাপগঞ্জের চৌমুহনীস্থ পত্রিকার কার্যালয়ের সম্মুখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক চৌধুরীর সভাপতিত্বে এডভোকেট কবির আহমদ ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদের যৌথ পরিচালনায় এবং নূর ম্যানশন মার্কেট মসজিদের ইমাম মাওলানা নুরুজ্জামান’র পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন সোনার সিলেট পত্রিকার সম্পাদক মাসুদ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন চৌধুরী আফজাল, সিলেট মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো. তোতা মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফোরাম সিলেট ইউনিটের সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল, এডভোকেট গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসেন দিলু, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি