গোয়াইনঘাটে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ৯:৫৫:০৫ অপরাহ্ন
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায়
সকলের এগিয়ে আসা উচিত
—– হাফেজ আনওয়ার হোসাইন খান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনভর জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) ও গোয়াইনঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ বন্যা কবলিত গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের কচুয়ারপার, চৌধুরী কান্দী, বাইমা, শিয়ালা হাওর এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর চালিতাবাড়ি গ্রামে এবং তোয়াকুল ইউনিয়নের তুডুকভাগ হাওরের নেয়ামতপুরে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বন্যার পানি কমতে থাকলেও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সহায়তায় সকলের এগিয়ে আসা উচিত। যাতে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়িও ফসলের ক্ষতি সহজে কাটিয়ে উঠতে পারে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসাইন, সিলেট উত্তর জেলা চাষী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান মাষ্টার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জামায়াত সেক্রেটারি ইমরুল হাসান, সাবেক সেক্রেটারি মাওলানা একরামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সালুটিকর আঞ্চলিক শাখার সভাপতি আনছার আলী, সেক্রেটারি আজাদ হোসেন (মন), বহর ইউনিটের সভাপতি আব্দুল হক, প্রবাসী নিজাম উদ্দিন, মুরব্বী বিলাল উদ্দীন ভুইয়া, শ্রমিক নেতা আনা মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি