যুক্তরাজস্থ সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ১১:৫১:৩১ অপরাহ্ন
যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের প্রবাসীদের সমন্বয়ে আর্ত-মানবতার কল্যাণে কাজ করার ব্রত নিয়ে গঠিত সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার যুক্তরাজ্যের লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, এসোসিয়েশনের সভাপতি সারওয়ার হোসেন সুজন।
সাধারণ সম্পাদক ছানাওয়ার আলী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আকিকুর রহমানের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, এসোসিয়েশনের শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মুজাক্কির আহমদ। সভায় বক্তব্য রাখেন, এসোসিয়েশনের এডভাইজার নুরুল ইসলাম এমবিই, ইসলাম মিয়া, তাহের উদ্দিন আজিজ, বাবুল আহমদ, আব্দুল বাছিত বাচ্চু, আব্দুর রহিম প্রমুখ।